এপ্রিল ৮, ২০২৩
বাংলাদেশ খেত মজুর ইউনিয়ন সাতক্ষীরা কমিটির মতবিনিময় সভা
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ খেত মজুর ইউনিয়ন সাতক্ষীরা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বিনেরপোতা আব্দুর রহমান কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অজিত কুমার রাজবংশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেত মজুর ইউনিয়নের কার্যকরি সভাপতি কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিপদ মন্ডল, আব্দুল করিম, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ, সদস্য সংগ্রহের লক্ষ্য মাত্রাসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির সম্মেলনের তারিখ নির্ধারনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বক্তারা অবিলম্বে চাঁদা বিহিন পেনশন স্কীম ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, খেত মজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, বেঁচে থাকার জন্য ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানান এবং সম্মেলনকে সফল করার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহŸান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, খেত মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল সরকার। 8,224,088 total views, 4,080 views today |
|
|
|