এপ্রিল ২, ২০২৩
নজরুল ইসলামের সাথে সাবেক কমান্ডার শহিদুল ইসলামের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম। রবিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ব্রহ্মরাজপুর সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নের দাবি তুলে ধরেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম। জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করেছে। শিক্ষা বাতায়নে যুক্ত হয়েছে ডিজিটাল প্রযুক্তি। শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্প শিক্ষায় নতুন মাত্রা এনে দিয়েছে। বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়েছে শেখ হাসিনার সরকার। অনুরূপভাবে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এমনিভাবে প্রত্যেকটি সেক্টরে বর্তমান সরকার উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সকলে অংশ নেওয়ার আহŸান জানান তিনি। তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ব্রহ্মরাজপুর সরদারপাড়া জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক সেলিম হোসেন প্রমুখ। 8,704,129 total views, 1,062 views today |
|
|
|