এপ্রিল ১২, ২০২৩
দেশ মাতৃ ফাউন্ডেশন হিসেবে যাত্রা শুরু
“দেশ মাতৃ টিম” আনুষ্ঠানিক ভাবে দেশ মাতৃ ফাউন্ডেশন হিসেবে যাত্রা শুরু করলো। বেশ ভিন্নতার সাথেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেশ মাতৃ ফাউন্ডেশন। দেশ মাতৃ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সামজ সেবক শেখ আবির এর নেতৃত্বে কলারোয়া নূরানি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় প্রায় অর্ধ শতাধিক কোরআনের পাখিদের নিয়ে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও ইফতার বিতরণের মাধ্যমে গতকাল দেশ মাতৃ ফাউন্ডেশন তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আবির জানায় অভ্যন্তরীন জটিলতার কারণে তার পূর্বের সংগঠন নক্ষত্র ফাউন্ডেশন কে মোডিফাই করে দেশ মাতৃ ফাউন্ডেশনে রূপান্তর করা হয়েছে। দেশ মাতৃ ফাউন্ডেশন বেশ কিছু ভিন্ন ধারার লক্ষ্যমাত্রা নিয়ে আগাতে চায়। সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাথ্য ও সৃজনশীলতা বিকাশে কাজ করতে চায় দেশ মাতৃ ফাউন্ডেশন। আবির কালরোয়ার সাংস্কৃতিক সংগঠন কলারোয়া ডিবেটিং ক্লাবেরও সভাপতি। ইতিমধ্যে তরুণ বয়সেই তার বিভিন্ন অর্জন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরার সুশীল সমাজে সে বেশ প্রশংসিত। আবির তার নতুন সামাজিক সংগঠন দেশ মাতৃ ফাউন্ডেশনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে। (প্রেস বিজ্ঞপ্তি)। 8,564,408 total views, 3,113 views today |
|
|
|