এপ্রিল ১৮, ২০২৩
দেবহাটায় ৮ টন অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত জব্দ আম বিনষ্ট
![]() দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ৪ টি আমের ট্রাক জব্দ করা হয়। যার মধ্যে ৩টি ট্রাকে ৩৭০টি প্লাস্টিকের ক্যারেটে ৮ টন রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম জব্দ করা হয়। এছাড়া আরও একটি মিনি পিকআপে কাঁচা আম জব্দ করা হয়। উক্ত আমে কোন প্রকার রাসায়নিকের উপস্থিতি না পাওয়ায় উপ-সহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে স্থানীয় বাজারে আঁচারের জন্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সাতক্ষীরার আমের বাজার নষ্ট করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক আম পাঁকিয়ে রাজধানীতে পাঠাচ্ছেন। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অভিযান চালিয়ে ৮ টন আম জব্দ করা হয়। আম গুলো অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর ফলে এটি খাওয়ার অনুপোযোগী। তাই উক্ত আমগুলো জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে। 6,254,731 total views, 3,798 views today |
|
|
|