Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ১৮ হাজার কেজি কেমিক্যাল মেশানো আম বিনষ্ট

নিজস্ব প্রতিনিধি : জেলার দেবহাটায় তিন ট্রাক ১৮ হাজার কেজি কেমিক্যাল মিশানো অপরিপক্ক আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উক্ত আম জব্দ করে। পরে বুধবার জনসম্মুখে ঐ আমগুলো বিনষ্ট করা হয়। সূত্র জানায়, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দেবহাটায় তিন ট্রাক ১৮ টন কেমিক্যাল মিশানো অপরিপক্ক আম রাজধানীর উদ্দেশ্য নিয়ে যাওয়া যাচ্ছিল।

পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উক্ত আম জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ তারিখ রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ট্রাক ভর্তি আনুমানিক ১৮ টন অপরিপক্ক আমসহ তিনটি ট্রাক জব্দ করা হয়। উক্ত অভিযানে আটককৃত ট্রাক ভর্তি আমগুলো জব্দ করাকালীন কালীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার আবু লতিফ শামছুজ্জামান ছিদ্দিকি ও আতাহার হোসেনের সুপারিশ কৃত কাগজও জব্দ করা হয়। পরে জব্দকরা আমগুলো জনসম্মুখে বিনষ্ট করে প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শরীফ শওকত ওসমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ। জেলা প্রশাসনের তথ্য মতে, আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়া ও প্রাকৃতিকভাবে পাঁকানো আম বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version