এপ্রিল ১৮, ২০২৩
দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ
![]() দেবহাটা প্রতিনিধি : প্রধান মন্ত্রীর উপহার হিসাবে নবম ও দশম শ্রেণির ১,২,৩ রোল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ সভা কক্ষে এ ট্যাবলেট বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানাউল্লাহ মাসুম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক, কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাবলেট তুলে দেওয়া হয়। 6,240,994 total views, 4,205 views today |
|
|
|