Site icon suprovatsatkhira.com

দেবহাটায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: আউশ ধান ও পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা চত্বরের এ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ সহ উপকার ভোগীবৃন্দ।
এসময় ১০০ জন পাট চাষিদের মাঝে ১ কেজি হারে বীজ প্রদান করা হয়। এছাড়া ৭শ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ ধানের বীজ, ১০ এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version