এপ্রিল ২৯, ২০২৩
তালায় জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৭
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন নারী ও দুই জন পুরুষ আহত হয়েছেন। শনিবার ভোর ৬ টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরার পথে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার শুরুলিয়া ইউনিয়নের আচিমতলা শেখ পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। মাছুম বিল্লাহ হাসান জানান, আমার মামা ও নানা ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলো এমন সময় তাদের উপর আবুল কালাম, আমিনুর রহমান, আবুল কাশেমসহ ১০ /১২ জন রোড়, রামদা, শাপোল বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে মো. আব্দুল গফ্ফার শেখ ও মোজ্জাফার শেখ এর উপর বির্তকিত ভাবে হামলা চালায়। হামলার এক পর্যায় পরিবারের লোকজন ঠেকাতে গেলে তাদের উপরেও হামলা চালায় এত অন্ত আরও ৫ জন আহত হয়। আহতদের কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, মো. আব্দুল গফ্ফার শেখ, মোজ্জাফার শেখ, মোছা: আলেহা বেগম, শাহানাজ বেগম, জাকিয়া সুলতানা, মেহেরুন্নেছা, ও হোশনেয়ারা বেগম। মো: নাজিম উদ্দিন জানান, আমাদের দুই শরিকের প্রায় ৪০ বিঘা জমি রয়েছে। আমাদের অন্য শরিকরা আবুল কালামরা ২০বিঘা জমি সামনের অংশে আর আমাদের অংশ পিছনে। দুই শরিকে বাড়ি থেকে রাস্তায় উঠার একটি পথ যা দিঘ্য ২০০ শত বছরের বেশি এই পথটি ব্যবহার করে আসছে সমপ্রতি এই রাস্তায় আমার প্রায় ২ লক্ষ টাকা খরচ করে ইটের ছলিং বসিয়েছি। এখন তারা আমাদের এই রাস্তা দিয়ে বের হতে দেবনা। বিভিন্ন সময় তারা পথ টাকে ঘিরে দেয় প্রতিবাদ করাতে আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। হঠাৎ করে আজ ফজরের নামাজের পরে তারা পরিকল্পিত ভাবে এই হমলা চালায়। এই ঘটনায় একটি মামলা দায়ের হচ্ছে বলে যানা যায়। 8,572,899 total views, 669 views today |
|
|
|