এপ্রিল ১৭, ২০২৩
খাজরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় সাময়িক বরখাস্থ হওয়া সেই ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিমের বরখাস্থাদেশ প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রথান স্বাক্ষরিত এক চিঠির মাধমে তার বরখাস্থাদেশ প্রত্যাহার করা হয়। রবিবার (১৬ এপ্রিল) বিকালে জানা যায়, আশাশুনি থানায় ২২ এপ্রিল ২০২২ সালের মামলাজনিত কারনে গত ১৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রাণালয় থেকে এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসাথে চিঠিতে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্থ করা হবে না সে মর্মে তাকে চিঠি প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিম নির্ন্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাবে পক্ষে যুক্তি তুলে ধরেন বলে জানা যায়। পরে সংশ্লিষ্টদের মাধ্যমে তার লিখিত বক্তব্য পর্যালোচনা পূর্বক তাকে ১৩ এপ্রিল সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের প্রেরিত চিঠি মারফত জানা যায়,মোঃ শাহনেওয়াজ ডালিম (সাময়িক বরখাস্ত) ৮নং খাজরা ইউনিয়ন পরিষদ আশাশুনি সাতক্ষীরা তার সাময়িক বরখাস্ত আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৩৮৪৪/২০২৩ এর ২৮ মার্চ তারিখের স্থগিতাদেশের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে খাজরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর এলাকায় পৌছালে তার অনুসারী,নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন। 8,572,069 total views, 10,774 views today |
|
|
|