কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকার কৃষি উপকরন বিতরন করা হয়েছে। উপজেলার ৭ টি ইউনিয়নের ৩৫ জন কৃষকের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র, ৩৯ জন কৃষকের মাঝে ফুড স্প্রাইডার ও ৭ টি গার্ডেন টিলার প্রদান করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল কৃষি উপকরন বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, উপ-সহকারি কৃষি অফিসার আঃ মান্নান, ফারুক হোসেন, আল মাহফুজ, নাইমুর রহমান, আঃ হামিদ প্রমুখ।