Site icon suprovatsatkhira.com

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা ও কয়রা থানার অফিসার ইনচাজ (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মোঃ অছের আলী মোড়ল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান, বানিয়াখাালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদ, ইসলামীক ফাউন্ডেশনের হাফেজ মনিরুজ্জামান প্রমুখ। সভায় বক্তরা বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো, সুন্দরবনের মায়াবী হরিণ শিকার বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাইকে এগিয়ে আসতে হবে।

হরিণ শিকার প্রতিরাধ করা শুধু বন বিভাগের পক্ষে সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পাশপাশি সকলের ঐক্যমতের ভিত্তিতে এটিকে প্রতিহত করতে সামাজিক আন্দোলন সহ সচেতনতামুলক কর্মকান্ড পরিচালনা করতে হবে। হরিণ শিকারের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিধান্ত গৃহিত হয় আইনশৃঙ্খলা সভায়। মাদকের বিরুদ্ধে অভিযান, বাল্য বিবাহ প্রতিরোধ সহ ইভটিজিং প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় কয়রার সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি ভাল থাকায় সকল সদস্যরা সন্তোশ প্রকাশ করেন। পরে একই স্থানে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। মাসিক সভায় ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version