এপ্রিল ২৬, ২০২৩
কৃষকের ধান কেঁটে দিল জেলা ছাত্রলীগ
![]() রনি হোসেন : ধান ঘরে তুলতে সাতক্ষীরায় কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর মাঠে কৃষদের ধান কাঁটতে সহায়তা করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন। নেতাকর্মীরা বলেন, ঘরে বসে কৃষকদের কষ্ট অনুভব করা যায় না। মাঠে ধান কাঁটতে এসে সেটি অনুভব করছি। কষ্ট হলেও আমরা তাদের পাশে থাকবো। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়াচ্ছি। আমরা সব সময় মানুষের পাশে রয়েছি। এখন ধান কাঁটার মৌসুম। শ্রমিক সংকটও রয়েছে। যদি কোন কৃষক ধান কাঁটতে না পারেন তবে আমাদের জানালে অবশ্যই কৃষকদের পাশে দাঁড়িয়ে সহায়তা করা হবে। এসময়ে ধান কাঁটায় অংশ নেন ছাত্রনেতা জাহিদ হাসান, মৃণাল মন্ডল, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম হোসেন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত কৃষকরা ছাত্রলীগের এমন কর্মকাÐে সন্তোষ প্রকাশ করেন। 6,820,941 total views, 326 views today |
|
|
|