ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪০ জন কৃষকের মাঝে ফুট পাম্প স্প্রেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী এসব ফুট পাম্প স্প্রেয়ার কৃষকদের মাঝে হস্তান্তর করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীনসহ স্থানীয় কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে কৃষিতে উৎপাদন বৃদ্ধিকল্পে এসব ফুট পাম্প স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। এসব স্প্রেয়ার উপকারভোগী কৃষক নিজে ব্যবহার করবেন, একই সাথে কমিউনিটির সদস্যরা ব্যবহার করতে পারবেন। কৃষক এখন স্প্রেয়ার খুঁজবে না, স্প্রেয়ার এখন কৃষক খুঁজবে- যোগ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৪০ জনের মাঝে এই ফুট পাম্প স্প্রেয়ার বিতরণ করা হয়েছে।