এপ্রিল ৯, ২০২৩
আশাশুনিতে বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব স্বাস্থ্য দিবস- ২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমমেৃক্সে ও বিভিন্ন ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমমেৃক্সের আয়োজনে কমমেৃক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক। ডা. মিনাক চন্দ্র বসাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আরএমও ডা. প্রসূন কুমার মন্ডল, আরএমও ডা. দিপন কুমার বিশ্বাস প্রমুখ। এর আগে একটি র্যালি স্বাস্থ্য কমমেৃক্স চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দিন উপজেলার বড়দল, খাজরা, কুল্যা ও কাদাকাটি ইউনিয়নে উন্নয়ন প্রচেষ্টার বিভিন্ন কিশোরী ক্লাব, মা ও শিশু ফোরাম পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করে। এসব স্থানে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 6,819,453 total views, 1,119 views today |
|
|
|