নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ভুক্তভোগী ঘোনা গ্রামের মৃত মানিক চন্দ্র মজুমদারের পুত্র নির্মল মজুমদার জানান, ঘোনা মৌজায়, জে এল নং ১৯, এস এ খতিয়ান ১৭৭৮, বি আর এস খতিয়ান ১০৯৮ বিভিন্ন মোট ১১ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।
কিন্তু আড়–য়াখালী গ্রামের মৃত নেছার আলী সরদারের পুত্র ফারুকুল ইসলাম, ফারুকুল ইসলামের স্ত্রী শাহানারা খাতুন ও মৃগীডাঙ্গা গ্রামের মোহাম্মাদ আলী সরদারের পুত্র আহছানউল্লা গং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু এবং এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। উপায়ন্তর হয়ে নির্মল মজুমদার আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত ১৪৫ ধারা জারি পূর্বক সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদর থানাকে নির্দেশ দেন। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত সম্পত্তিতে পাকা ঘর নির্মাণ শুরু করে। এতে বাধা দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা নির্মল মজুমদার কে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ১৮৫৪।