মার্চ ৩১, ২০২৩
শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক
জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর কোস্টগার্ডের অভিযানে লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৩১ মার্চ আনুমানিক রাত ২টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলা পার্শ্বেমারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানিক দল ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক, ১ টি চারনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি দেশীয় দাঁ ও ১ টি রডসহ আজিজুল হককে আটক করে। আটককৃত আজিজুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল জানান। এছাড়া বিভিন্ন সময় সে সুন্দরবনে ডাকাতি করত বলে জানিয়েছেন। আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোষ্টগার্ড কর্তৃপক্ষ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল আটককৃত আসামী ও জব্দকৃত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড কর্তৃক একজন আসামি ও তার নিকট থেকে উদ্ধারকৃত অস্ত্র জমা দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। 8,571,551 total views, 10,256 views today |
|
|
|