Site icon suprovatsatkhira.com

সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- রোটারীয়ান নাজনীন আরা নাজু

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির যেমন মেরুদন্ড তেমনি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছাত্রজীবনে শিক্ষার একটি মেরুদন্ড। তিনি আরো বলেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে।

খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখা পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। খেলাধুলা হলো নিয়মানুবর্তিতা। নিয়মের উপর মেনে চলাই খেলাধুলা। এই খেলার শিক্ষাই মানুষকে পরিপূর্ণতা আনে। শিক্ষার্থীরা দেশের ভবিষৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দুরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তাদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। সুশিক্ষা তোমাদের পিতা মাতা ও শিক্ষকদের মুখ উজ্জল করবে, জাতিকে উন্নত করবে। কাজেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সু নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। বর্তমান শিক্ষার্থীরা খেলাধুলা বাদ দেয়ার কারণে কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তারা যদি আগের মত পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজেদের ব্যস্ত রাখত, তা হলে এ ধরনের অপরাধের সাথে জড়িত হতো না। সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এই কলেজের অধ্যক্ষ জ্যোতির ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমে সুনামের সাথে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজটি একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো.ওবায়দুল্লাহ, সাতক্ষীরা রাইফেলস ক্লাবের সদস্য মো. মাহফুজার রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এর সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, বিজন কুমার মিত্র, মো. রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, মো. আকবর হোসেন, প্রভাষক সালেহা আক্তার, প্রভাষক বাসুদেব সিংহ প্রমূখ। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্ণিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক সুলতানা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version