Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার এক জেলে

জি এম মাছুম বিল্লাহ, সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : অবৈধভাবে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে এক জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে আব্দুল ওয়াজেদ (৪৫)। বুধবার (২৯ মার্চ) ভোর ৫টায় আহত ওয়াজেদ আলীকে নিয়ে লোকালয়ে ফিরেছেন তার ছোট ভাই লিয়াকত হোসেন। ঘটনা সূত্রে জানা যায়, ২৮শে মার্চ মঙ্গলবার সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের নিয়ন্ত্রণাধীন কাছিকাটা দাইরগাং এলাকার কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ। ছোট ভাই লিয়াকত হোসেন এর ভাষ্যমতে, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাইরগাং এলাকায় কাঁকড়া আহরন করছিলাম এমন সময় হঠাৎ বাঘ তার ভাইয়ের উপর আক্রমণ করে। বাঘ ও ভাই একই সাথে নদীতে পড়ে গেলে আমি নৌকায় থাকা লাঠি নিয়ে সামনে আসি। বাঘ আমার দিকে তাকিয়ে ভাইকে ফেলে লাফ দিয়ে পালিয়ে যায়।

এসময় তার ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে বলে জানান। পরে তিনি তার ভাইকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন। বর্তমানে তাকে এখন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু অন্য সূত্র বলছে, ওয়াজেদ আলী ও তার সহযোগীরা মোট ৭জন অবৈধভাবে মধু আহরণের জন্য পার্শ্ববর্তী দেশের সুন্দরবন গিয়েছিল। সূত্রগুলো বলছে যেহেতু গতকাল সকাল ৯ টায় আক্রমণের ঘটনা ঘটেছে যদি ঘটনাটি কাছিকাটায় ঘটতো তাহলে বারোটা থেকে একটার মধ্যে আহত ওয়াজেদ আলীকে লোকালয়ে নিয়ে আসা সম্ভবত হত। যেখানে কাছিকাটা থেকে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টায় লোকালয়ে পৌঁছানো যায়। সেখানে তারা বাড়ি আসতে সময় লাগিয়ে ২০ ঘন্টা। এখানেই সন্দেহের তীর আরো বেশি মজবুত হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। পশ্চিম সুন্দরবনের কৈখালী রেঞ্জের স্টেশন কর্মকর্তা স্বাদ আল জামি বলেন, বাঘের আক্রমণে আহত ওয়াজেদ আলী সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করেছে এটা নিশ্চিত। তবে তিনি আক্রান্ত হয়েছেন এটা সত্য।

বন বিভাগ এ বিষয়ে আরো খোঁজ খবর নিচ্ছে, রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। তবে একটা জিনিস পরিষ্কার কাছিকাটা থেকে লোকালয় আসতে ২০ঘন্টা সময় লাগার কথা না।সচেতন মহলের ধারণা তিনি (আহত আব্দুল ওয়াজেদ) অবৈধভাবে মধু আহরণের জন্য ভারতীয় সুন্দরবনে অনুপ্রবেশ করেছিলেন আর সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে। যার ফলে তাকে উদ্ধার করে লোকালয়ে ফিরিয়ে নিয়ে আসতে এই দীর্ঘক্ষণ সময় লেগেছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, ভোরে দুর্ঘটনার সংবাদটি পেয়েছি। তবে দুর্ঘটনাটি বাংলাদেশী সীমানায় ঘটেনি বলে আমি অনেকটা নিশ্চিত। আর যে ব্যক্তি আক্রমণের শিকার হয়েছেন তার নাম পারমিশনে নেই। আক্রান্ত ব্যক্তি ও তার সাথে থাকা ব্যক্তিদের নিয়ে যেখানে ঘটনাটি ঘটেছে ঐ স্থানের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে। সুরতহাল রিপোর্ট শেষ হলে বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। অবৈধ অনুপ্রবেশের দায়ে বন বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলেও তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version