Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে তাজা ও রান্না করা মাংসসহ দুই হরিণ শিকারি আটক

জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধি:পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, তাজা ও রান্না করা মাংসসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩০মার্চ) ভোরে কোবাদক স্টেশনের নিয়ন্ত্রণাধীন সাপখালী খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবার (৫২) ও একই এলাকার কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন (৪০)।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের সাপখালী খালের ভারানীতে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ফাঁদ পাতা অবস্থায় দুজনকে আটক করি ও তাদের সাথে থাকা অন্য লোকজন পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের সনাক্ত করতে সক্ষম হয়েছি তবে মামলা পরিচালনার সুবিধার্থে তাদের নাম গুলো এখন প্রকাশ করছি না। পরে সেখানে থাকা শিকারিদের নৌকায় তল্লাশি চালিয়ে হরিনের রান্না করা মাংস,চার টা পা, একটি মাথা, এক বস্তা হরিণ মারা ফাঁদের দড়ি জব্দ করতে সক্ষম হয়েছি। পশ্চিম সুন্দরবনের সরকারি বন সংরক্ষণ এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বন আইনে মামলা দিয়ে জেল হাজতে হয়েছে। তাদের সাথে থাকা অন্য চোরা শিকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, সুন্দরবন আমাদের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের ঐতিহ্য। পশ্চিম সুন্দরবনকে সংরক্ষিত রাখতে সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের প্রত্যেকটি অফিস ও প্রত্যেক সদস্য সদা সর্বদা সোচ্চার। আমাদের প্রতিটি অফিসে প্রতিদিন স্বাভাবিক টহল কার্যক্রম অব্যাহত আছে যার কারণেই সকল ধরনের অন্যায় আমরা রুখে দিতে সক্ষম হয়েছি। তিনি সাধারণ মানুষকে সকল ধরনের অপরাধের তথ্য দিয়ে বন বিভাগকে সহযোগিতা করার আহŸান জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version