প্রেস বিজ্ঞপ্তি : ১৯ মার্চ ২০২৩, রবিবার সকাল ১০টায় সনাক, সাতক্ষীরার ইয়েস গ্রæপ- এর উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলা ভ‚মি অফিস চত্বরে ‘ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক’ আয়োজন করা হয়েছে। সনাক এর ইয়েস সদস্যগণ ভ‚মি অফিসে আগত সেবাগ্রহিতাদের মিউটেশন প্রক্রিয়া, মিউটেশন ফি, মিউটেশনের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র, মিউটেশনের জন্য সময়, জমির ধরণ ও স্থান অনুযায়ী ভূমি উন্নয়ন কর/খাজনা’র হার ইত্যাদি ভ‚মি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করেন।
পাশাপাশি তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সাধারণ মানুষকে ধারণা প্রদান করেন এবং সেবাগ্রহীতাদের মধ্যে ভ‚মি সেবা, সদর হাসপাতাল এর সেবা ও তথ্য অধিকার আইন ২০০৯ সংক্রান্ত তথ্যপত্র বিতরণ করেন। তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনায় অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা নিয়াজ মোর্শেদ, সহদলনেতা শিখা দাশ, সদস্য নির্মল গাইন, মুশফিকুর রহমান, হুমায়রা ফারজানা, মাসুম বিল্লাহ, মুশফিকা খাতুন ও প্রিয়া মন্ডল। সহযোগিতায় ছিলেন সনাক সদস্য মো. আব্দুস সামাদ, মো. মনিরুজ্জামান মুন্না, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম প্রমূখ।