মার্চ ২৩, ২০২৩
শ্যামনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক আধাপাকা ঘরবাড়ি জেলে নিখোঁজ
শ্যামনগর, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই ঝড়ে ধ্বসে গেছে প্রায় শ’খানেক কাঁচা ঘরবাড়ি। আধাপাকা বাড়িগুলোর টিনের চাল উড়ে গেছে। ঝড়ে কেউ হতাহত না হলেও রুহুল কুদ্দুস নামের এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রখর রোদ ছিলো। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে ঝড় আরম্ভ হয়। আধাঘন্ডা ধরে ঝড়ের তান্ডব এতই বেশী ছিলো যে, কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির দেওয়াল ধ্বসে গেছে। এছাড়া গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, তার ইউনিয়নের টেংরাখালি, পারশেখালী সহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ১৫-২০টি মত ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এছাড়া কিছু ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে। 8,571,742 total views, 10,447 views today |
|
|
|