Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদের জায়গা দখলের অপচেষ্টা

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের রেকর্ডীয় জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু জানান, আটুলিয়া ইউনিয়ন পরিষদের রেকর্ডীয় এস, এ -৬৫৬, ১/৭৯১ নং খতিয়ানের এস, এ ৫১০২,৫১০৩, ৫১০৪, ৫১০৬,৫১০৭,৫১০৮,৫১০৯ ও ৫১১২ দাগে এ, এস-৬৫৭ খতিয়ানে ৫১০৩ ও ৫১.৬ দাগে সর্বমোট ৫ একর ৮৭ শতক স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা এর দখলে রয়েছে। বর্তমানে এ জমিতে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স রয়েছে। ইউনিয়ন পরিষদের এ জমি ব্যতিত ১৯৮৯-৯০ অর্থ বছরে নওয়াবেঁকী বাজার পেরিফেরী ভুক্ত করা হয়। আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিস ভ্রমাত্তক ভাবে ৪৫ শতক জমি ইউনিয়ন পরিষদের জায়গার ভিতরে পেরিফেরী ভুক্ত জমি আছে মর্মে মৌখিক ভাবে দাবী করছেন নায়েব আশরাফুজ্জামান।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিক বার নায়েব আশরাফুজ্জামানের কাছে বৈধ কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন। এমনকি তিনি সরকারি খাজনাও গ্রহন করছেন না। একাধিক সূত্রে ইউনিয়ন পরিষদের সদস্যবর্গ জানান, নায়েব আশরাফুজ্জামান অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে এ সম্পত্তিতে দোকানঘর বরাদ্দের জন্য অপচেষ্টা করার অভিযোগ উঠেছে। নায়েব আশরাফুজ্জামান টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। ইউনিয়ন পরিষদের জায়গার দলীল, ট্রেস নকশা, পর্চাসহ রেকর্ডীয় সকল কাগজ পত্র যথাযথ তদন্ত সাপেক্ষে প্রতীয়মানে জায়গার বৈধতা পাবে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version