মার্চ ৩১, ২০২৩
শার্শায় ৫ দোকানদারকে জরিমানা
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অভিযানে ৫ দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। চলছে “পবিত্র রমজান” মাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বাজার নজরদারীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট ) নারায়ণ চন্দ্র পাল ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ মাল দোকানে রাখাসহ অপরিষ্কার ভাবে দোকানের মাল এলোমেলো রাখার দায়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৫১, ৫২ ও ৫৩ ধারায় শার্শা বাজারের ৫ ব্যবসায়ীকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) নারায়ণ চন্দ্র পাল জানান, পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর সময় বিভিন্ন অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়ে। 8,571,820 total views, 10,525 views today |
|
|
|