শার্শা যশোর প্রতিনিধি: ৫২তম২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উৎযাপন উপলক্ষে উৎসব মূখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
ইংরেজি ২০ ও ২১শে মার্চ ২০২৩ তাং সোমবার ও মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী ক্রীড়া মনোজ্ঞ ডিসপ্লে সাংস্কৃতিক অনুষ্ঠানের ৫২তম মহান ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজনের কার্যক্রম শুরু করা হয়।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ রেজাউল করিমের সভাপতিত্তে স্কুলের প্রধান শিক্ষক মোঃ খান হাসান আরিফ আহমেদ লিটনের সার্বিক দিক নির্দেশনা ইংরেজি শিক্ষক মোঃশরিফুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী অবিভাবক সুধিজন,আমনন্ত্রিত অথিতিদের কে নিয়ে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পালনের লক্ষ্যে পবিত্র মাহে রমজান কে সম্মান রেখে পুর্ব প্রস্তুুতি মোতাবেক আগাম কর্মসুচি পালন করা হয়েছে।
সেই ধারাবাহিকতায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রতিবারের ন্যায় এবছরও নানা আয়োজনে অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে স্কুলের ছাত্র, ছাত্রী,অভিভাবক,সুধিজন,এলাকার জনসাধারণ, মা,বোন, ভাইদের কে নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন রকম গজল, ইসলামি সংগীত, হামদ,নাত,কেরাত নাচগান,খেলা ধুলা,কবিতা আবৃত্তি,একক,অভিনয়,ডিসপ্লে প্রদর্শনীর পাশা পাশি পুরস্কার বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা পুরুষ্কার বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ খালেক,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জের পক্ষেএ,এস,আই আবু সাইদ সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রী শিক্ষক,শিক্ষিকা, সুধিজন,সমাজ সেবক,অভিভাবক, সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তি বর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।