Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদন শীলতা বৃদ্ধির লক্ষে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনে খুলনার পাইকগাছায় “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় আয়োজিত মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।

সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, ইউআরসি ইন্সেক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইসলামী ব্যাংক ব্যাবস্থাপক মোঃ রুহুল আমিন। এসময় বক্তারা বলেন, আগামীর কৃষি হবে আধুনিক কৃষি। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্যশস্য রপ্তানি করা যাবে। সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বক্তারা আরও বলেন, কোন জমি পতিত রাখা যাবে না।পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে।আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। তিন দিনব্যাপী এই মেলায় ১০টি স্টল রয়েছে। এ সকল স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানসহ সহকারি উপ কৃষি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version