Site icon suprovatsatkhira.com

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে হবে-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : “আগামীর বাসযোগ্য পৃথিবী (মানব সভ্যতার জন্য টেকসই ও প্রকৃতি উন্নয়ন)” এই ¯েøাগানকে সামনে রেখে সবুজ বিপ্লব’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে সবুজ বিপ্লবের আয়োজনে সবুজ বিপ্লব এর সভাপতি মো. মেহেদী হাসান মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ২০৪১ সালের মিশন ও ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। আজকের এই শিশুরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে। পরিবেশ বাঁচাতে আমাদের সবুজ বাংলাদেশ বানাতে হবে। বহির্বিশ্বের মানুষ যখন আমাদের দেশে আসে তারা আমাদের চারিদিকে সবুজ আর সবুজ দেখে খুশি হয়।

সুন্দরবন আমাদের একটি অহংকার এর জায়গা। তিনি আরো বলেন, আমাদের উপক‚লীয় এলাকার মানুষের প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সমস্যা রয়েছে। স্থায়ী সমাধানে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। আমাদের বিশ^ নবী (সা.) বলেছেন একটি গাছ একটি কাটলে দুটি লাগাতে হবে। তাহলে সবুজের ঘাটতি হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজের বিপ্লব ঘটাতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা জাসদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শেখ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কুমার ঘোষ, উপজেলা জাসদের সভাপতি মো. আবুল কাশেম, সবুজ বিপ্লবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষক মো. আশরাফুল ইসলাম সানা, মো. আব্দুল জলিল প্রমুখ। এসময় সবুজ বিপ্লব’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ বিপ্লবের সাংগঠনিক সম্পাদক মশরেফুজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version