মার্চ ১৭, ২০২৩
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য কণ্ঠশিল্পী মন্জুরুল হক, সাতক্ষীরা রাইফেলস ক্লাবের সদস্য মো. মাহফুজার রহমান, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের তৈয়েবুর রহমান, এস.এম শামীম পারভেজ, লিপিকা রানী মন্ডল, সাবিনা শারমিন, শাহিনা পারভীন, দেবব্রত কুমার মন্ডল, রাবেয়া খাতুন, কবির আহমেদ, এস.এম নওরোজ ফারুক হোসেন, মরিয়ম খাতুন, সাদিয়া সুলতানা, আমেনা খাতুন প্রমুখ। অনুষ্ঠান জুড়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন, দেশের গান, নাচ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. আখতারুজ্জামান। দোয়া অনুষ্ঠান শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষার্থীদের হাতে কেক ও চকলেট তুলে দেন। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী। 8,620,273 total views, 11,930 views today |
|
|
|