Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বিষ্ফোরক দ্রব্য ও নাশকতা মামলার আসামী গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি : অভিযান চালিয়ে বিষ্ফোরক উপাদানাবলি ও নাশকতা মামলার চার আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় দায়েরকৃত মামলার আসামী চক মোহাম্মাদ আলীপুর গ্রামের জনাব আলীর ছেলে জাকির হোসেন (৩২), স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের বিষ্ফোরক উপাদানাবলি আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ধারায় দায়েরকৃত ৩, ৪ ও ৬ নং মামলার আসামী উত্তর সখিপুরের মৃত মজিদ সরদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে কাইল্যা সাইফুল (৩৭), একই মামলার আসামী ফুলবাড়িয়া গ্রামের মৃত ফরমান সরকারের ছেলে সোহরাব হোসেন ওরফে শাহারত (৫৫), মাঝ পারুলিয়ার মৃত আব্দুর রহমান সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (৬০) এবং দক্ষিণ পারুলিয়ার মাদার মোল্যা ওরফে মান্দারের ছেলে ফারুক হোসেন (৫৫)।

শনিবার (১৮ মার্চ) ভোররাতে বিশেষ অভিযান পরিচালনাকালে দেবহাটা থানার এসআই লালচাঁদ আলী, এসআই গোলাম আজম, এসআই হাফিজুর রহমান, এসআই শরিফুল ইসলাম, এএসআই আব্দুর রহিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামী জাকির হোসেন ব্যতীত অপর চার আসামী কাইল্যা সাইফুল, সোহরাব হোসেন, জাহাঙ্গীর সরদার এবং ফারুক হোসেনকে নাশকতার পরিকল্পনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেবহাটাসহ বিভিন্ন থানায় মাদক চোরাচালান, নাশকতা ও বিষ্ফোরক উপাদানাবলী আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version