নিজস্ব প্রতিবেদক : দলিত এবং প্রান্তিক নারীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ )সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্লাহপুর দাস পাড়ায় কার্টার সেন্টারের অর্থায়নে এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে- তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মহিলা বিষযক অধিদপ্তরের ফাতেমা জোহরা, প্রাণী সম্পদ অধিদপ্তরের কমকতা মো: নাজমুস সাকিব, উপসহকারী কৃষি কমকতা মো: হাসানুজ্জামান উপস্থিত থেকে দলিত প্রান্তিক নারীদের বিভিন্ন সেবার প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হয়ে জবাব প্রদান করেন। অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এই বুথ ক্যাম্প থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে অবহিত করেন।
এই বুথ ক্যাম্পে মাধ্যমে দলিত এবং প্রান্তিক নারীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ৪৫ জন নারী সরাসরি সরকারী কর্মকর্তাদের কাছে স্ব স্ব দপ্তরের সেবা সম্পর্কে আর টি আই ফরমের মাধ্যমে আবেদন করেন। এই বুথ ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে দলিত ও প্রান্তিক নারীদের তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধিমূলক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সেলিমুর রহামন ও তথ্য বন্ধু মাছুমা খাতুন ও সে¦চ্ছাসেবী সংগঠন জাগো যুব ফাউন্ডেশনের সহকর্মী মরিয়ম খাতুন প্রমুখ।