Site icon suprovatsatkhira.com

থাইল্যান্ডে কোভিড-১৯ রিজোনাল ডায়ালগে বক্তব্য দেবেন সাতক্ষীরার জান্নাত

নিজস্ব প্রতিনিধি: ১৬ মার্চ থাইল্যান্ডে কোভিড-১৯ রিজোনাল ডায়ালগ এ বক্তব্য দেবেন সাতক্ষীরার জান্নাতুল মাওয়া। ডায়ালগে অংশ নিতে মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪ টায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন।
জানা যায়, মহামারী করোনার সময় এশিয়া ও প্যাসিফিকে যুব নারীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং তারা কিভাবে নিরসন করেছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

পাশাপাশি সামনে যদি করোনার মত কোন মহামারি হয় তাহলে এখন থেকে কি প্রস্তুতি নিতে হবে এবং ক্ষতিগ্রস্থদের কি করনীয় সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।
ইচ্ছাশক্তিকে পুঁজি করে শতবাঁধা বিপত্তি অতিক্রম করা এ নারী সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক।

করোনা মোকাবেলায় জান্নাতুল মাওয়া ও তাদের যুব নারীরা বিশেষ ভূমিকা রাখায় তাদেন গল্প বিশ্ব ব্যাপি বিজয়ী এবং ইউএন ওমেন ২০ ফর ২০৩০ নেটওয়ার্কের বাংলাদেশ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
এছাড়া তিনি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, ক্লাইমেট চ্যাম্পিয়ন সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version