মার্চ ১৭, ২০২৩
ডিবি ইউনাইটেড হাই স্কুলে ১০৩ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালন
নিজস্ব প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধ স্বপ্নের রঙিন এই ¯েøাগানে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরায় ১০৩ পাউন্ডের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিবি ইউনাইটেড হাই স্কুলে মোহাম্মদ হোসেন মিলানায়তনে শুক্রবার সকালে ব্রক্ষরাজপুর ডিবি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাই স্কুলের কার্যনির্বাহী পরিষদের সদস্য বীর শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুর সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, ইউপি সদস্য আব্দুল হাকিম,আব্দুল খায়ের, মিজানুর রহমান ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, সহকারী সহ আরো অনেকে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বক্তব্য বলেন, সাতক্ষীরা সদর উপজেলা স্মার্ট স্কুল হিসেবে ডিবি ইউনাইটেড হাই স্কুলকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। 8,620,341 total views, 11,998 views today |
|
|
|