Site icon suprovatsatkhira.com

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- খুলনা-৫৫০)-এর নির্বচন আগামী ২৭ মে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচনি বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আপনারা শ্রমিক সকলে একে অপরের ভাই-ভাই। তবে কেন আপনাদের মাঝে এত হানাহানি দ্বন্দ। আপনারা কারও দ্বারা প্রভাবিত হবেন না। আপনারা কারও মাথায় লাটি মারবেননা। সেও তো আপনার ভাই। এই শ্রমিক ইউনিয়নের যন্ত্রণা অনেক দিনের। এ সমস্যার সমাধান হওয়া উচিত। এখানে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। তবে নির্বাচনের পূর্বেই দুই গ্রæপের পক্ষ থেকে মামলা তুলে নিতে হবে। তিনি আরো বলেন, বিশে^ কেউ পারেনি কোন জাতিকে ঐক্যবদ্ধ করতে, শুধু বঙ্গবন্ধু পেরেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করতে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র কাযকরী সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সেলিম রেজা মিঠু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের আহŸায়ক মো. আব্দুল্লাহ সরদার, বাস মালিক সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান খান চোধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, মটর শ্রমিক আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভা শেষে জেডিএলের নেতৃবৃন্দ ও মটর শ্রমিকদের মতামতের ভিত্তিতে আগামী ২৭ মে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটর শ্রমিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোটর শ্রমিক নেতা মো. হামিদুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version