মার্চ ২৪, ২০২৩
জি মিউজিকের গানে আফরোজা ও ওয়ালিদের সঙ্গে ভারতের উদিত নারায়ণ
বিনোদন ডেস্ক : প্রথমবারের মত ভারতের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান “জি মিউজিক” থেকে প্রকাশিত মিউজিক ভিডিও “তুম হি তুম হো” তে একসঙ্গে কাজ করেছেন ভারত ও বাংলাদেশের শিল্পী ও কলাকুশলীরা। বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদের পরিচালনায় গানটিতে কণ্ঠশিল্পী আফরোজা মোমেনের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের কিংবদন্তি শিল্পী উদিত নারায়ণ। গানটির সুর-সঙ্গীত করেছেন ভিক্রান্ত ভারতিয়া এবং কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও ইকবাল সালিক।
8,803,121 total views, 9,366 views today |
|
|
|