নিজস্ব প্রতিনিধি : ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদের উত্থাপিত বৈষম্য বিরোধী বিল পাশকরাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন(বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বিডিইআরএম এর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি দিলীপ দাস।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী,বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়ন্তী রানী দাস, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল বিশ^াস, জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভ‚মিহীন নেতা আব্দুস সাত্তার, প্রতিবন্ধী পূর্নবাসন কল্যান সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, প্রবীর দাস, রাজারবাগান ঋষিপাড়া শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কার্তিক দাস প্রমুখ।
বক্তারা বলেন, জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদের উত্থাপিত বৈষম্য বিরোধী বিল অবিলম্বে পাশ করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভ‚মির অধিকার নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে।