মৌলভীবাজার ভেন্যু: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার স্টেডিয়ামে ১৬মার্চ ২০২৩ তারিখে ৪১তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর খেলা সাতক্ষীরা জেলা বনাম জয়পুরহাট জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। জয়পুরহাট জেলা ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে। প্রতিপক্ষের রমজান ৫টি ও আরিফ বিল্লাহ ৪টি করে উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১১৯ রান করে। দলের নেওয়াজ শরীফ আসিফ ৭২* রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৭ উইকেটে জয়লাভ করে।
সাতক্ষীরা ভেন্যু: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার নাটোর জেলা বনাম চট্টগ্রাম জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চট্টগ্রাম জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভাওে ০৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে। দলের ওমর ফারুক সর্বোচ্চ ৫৪ রান করে। জবাবে নাটোর জেলা ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৭টি উইকেট হারিয়ে ১৬৪ রান করে। দলের রাশেদ ৪৪ রান করে। ফলে নাটোর জেলা ৩ উইকেটে জয়লাভ করে। (প্রেস রিলিজ)।