Site icon suprovatsatkhira.com

জলবায়ু পরিবর্তন জনিত কারণে দুর্যোগ মোকাবেলায় বেড়িবাঁধ সংস্কার ও রক্ষা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা উপকুলীয় ইউনিয়ন গাবুরায় জলবায়ূ পরিবর্তন জনিত কারণে দুর্যোগ মোকাবেলায় মানুষজনকে সচেতন করার জন্য ও স্থানীয় বেড়িবাঁধ সংস্কার ও রক্ষা কমিটি গঠনকল্পে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কালীগঞ্জ প্রেরণা নারী উন্নয়ন সংগঠন এ সভার আয়োজন করে। গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম মাছুদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প সমন্বয়কারী রহিমা খাতুন, ইউপি সদস্য ইমাম হাসান, গোলাম মোস্তাফা ও নারী ইউপি সদস্য ফরিদা খাতুন প্রমুখ। বক্তারা এলাকার উন্নয়ন বিশেষ করে দুর্যোগে ক্ষতি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার, সাঁকো মেরামত ও নদীর পাড়ে গাছ লাগানোর উপর গুরুত্ব দিয়ে বলেন, না হলে নদী ভাঙ্গনরোধ করা যাবে না। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

বক্তারা আরও বলেন, গাবুরা দুর্যোগ প্রবণ এলাকা। দুর্যোগ সম্পর্কে সতর্ক করণের জন্য নিয়মিত উঠন বৈঠকের মাধ্যমে স্থানীয় মানুষদের সচেতনা করতে হবে। বিশেষ করে দুর্যোগের সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থায় যাতে প্রাণহানি না ঘটে সে বিষয় গুরুত্ব দিতে হবে। সভায় ৩০ সদস্য বিশিষ্ঠ গাবুরা ইউনিয়নে বেড়িবাঁধ সংস্কার ও রক্ষা কমিটি গঠন করা হয়। এ কমিটির গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম মাছুদুল আলমকে সভাপতি ও চাঁদনিমুখো গ্রামের স্বেচ্ছাসেবক খায়রুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। সভায় গাবুরা ইউপি চেয়ারম্যান, ১২জন ইউপি সদস্য, পরিবেশ ক্লাবের সদস্য, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের ভলেন্টিয়ার, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা বস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে ও নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন সহযোগিতা করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version