কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার আংটিহারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ৮২ কেজি হরিণের মাংস রাস্তায় ফেলে পালিয়েছে পাচারকারীরা। বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার আংটিহারা বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালানো হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪টি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযানে চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এব্যাপারে মামলার প্রত্তুতি চলছে।
8,566,890 total views, 5,595 views today