Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আইন শৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম,মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহিদুর রহমান, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার প্রমুখ।

সভায় উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা, জলাবদ্ধতা নিরসন,খাল খনন, রাস্তাঘাট, বাস টার্মিনাল যানযট নিরসন ও বাগদা চিংড়ি পুশ বন্ধে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version