Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে অ্যাডভোকেসি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান নাজমুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ার এইডের অর্থায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় এ মিটিং অনুষ্ঠিত হয়। বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

প্রকল্পের ভলেন্টিয়ার কানিজ শাইমা আখির সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বিন্দুর প্রোগ্রাম অফিসার (পরিবেশ) শাহিনুর ইসলাম, সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
মিটিং এ বক্তারা বলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ অত্যান্ত গুরুত্বপূর্ণ।
কারণ দূর্যোগের সময় নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই নারীরা যদি এই কমিটিতে থাকে তাহলে নারীরা তাদের সমস্যা সমাধান করতে পারবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version