মার্চ ২৭, ২০২৩
কালিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ৭টায় সরকারি-বেসরকারি, স্কুল-কলেজ ও মাদ্রাসা, ব্যাংক-বীমা, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বিজয়স্তম্ভে উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষথেকে সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য ফজলুল রহমান, আবুল কালাম বিন আকবর, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, রিপোর্টার্স ক্লাবের পক্ষে সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ। এছাড়া স্কুল, কলেজ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে রাত ১২টা ১মিনিটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতীলীগ ও জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 8,573,084 total views, 854 views today |
|
|
|