Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ভাড়াশিমলা ইউপি’র ঋষী কমিউনিটিতে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও নগদ অর্থ প্রদান করা হয়।
‘‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিতকরণ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বিন্দুর প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি মানুষের ন্যায়সঙ্গত পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সবার দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও এর যথাযথ প্রয়োগ অপরিহার্য।
আলোচনা সভা শেষে ঋষী কমিউনিটির অর্ধশত নারীর মধ্যে জনপ্রতি ২০০ টাকা করে প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version