নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাল্যবিবাহ’র প্রতিবাদ করায় ইউপি সদস্যকে শ্লীলতাহানি সহ মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে। এঘটনায় ভুক্তভোগী রতনপুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর নাহার খাতুন (৩৭) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার (২৯ মার্চ) সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা এলাকার রেজাউল ইসলামের কিশোর ছেলের সাথে মৃত আবুল গাজীর কিশোরী মেয়ের গোপনে বাল্যবিবাহ হয়।
বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ওই ইউপি সদস্য মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিবাহের বিষয়ে জানতে চাই। ওই সময়ে মেয়ের মা ইয়ারুন নেছা (৫২), ছেলের বাবা রেজাউল ইসলাম (৪৭) এবং তার স্ত্রী সালমা খাতুন (৩৮) একত্রে ইউপি সদস্য নূর নাহার খাতুনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে তারা ইউপি সদস্যকে এলোপাতাড়ি মারপিটসহ শ্লীলতাহানি ঘটায়। এছাড়া অভিযুক্ত রেজাউল গং ইউপি সদস্যকে হত্যা ও মামলার ভয় দেখিয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযুক্ত রেজাউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
কালিগঞ্জে বাল্যবিবাহের প্রতিবাদ করায় ইউপি সদস্যকে শ্লীলতাহানিসহ মারপিট
https://www.facebook.com/dailysuprovatsatkhira/