Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ১০ টায় সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস আলী, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, খানবাহাদুর আহসানউল্লাহ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আকবর আলী।

ভাষা ও সাহিত্য, বিজ্ঞান /দৈনন্দিন বিজ্ঞান ,কম্পিউটার ও গণিত এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ
এই চারটি বিষয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘‘ক’’ গ্রæপ, নবম ও দশম শ্রেণি ‘‘খ’’ গ্রæপ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি ‘‘গ’’ গ্রæপ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুল, মাদ্রাসা ও কলেজ সব মিলে প্রায় বিশটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিচারক হিসেবে ছিলেন দেবহাটা উপজেলার বিচারক প্যানেল প্রভাষক মোহাম্মদ আকবর আলী, সঞ্জয় কুমার সরকার, আবুহেনা মোস্তফা, চিরঞ্জিত ঘোষ ও মোহাম্মদ ইয়াকুব আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version