মার্চ ১৭, ২০২৩
কালিগঞ্জে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার কালিগঞ্জে দিনব্যাপী স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে প্রশাসনের শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যােগে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ওই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ। সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সন্ধ্যায় কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যােগে কলেজের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার উদ্দিন খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাপ্পির সঞ্চালনার প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, প্রচার সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের মাহিম, নাঈম, স্বাধীন, শাহাজান সহ কলেজ ছাত্রলীগের নেত্রীবৃন্দ। 8,573,857 total views, 1,627 views today |
|
|
|