মার্চ ৩১, ২০২৩
কালিগঞ্জে চেয়ারম্যানকে হত্যার হুমকি ও চাঁদা দাবি : আটক দুই জন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনকে হত্যার হুমকি ও চাঁদাদাবি করায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার নকিপুর এলাকার মোরশেদ আলীর ছেলে আব্দুর রহমান (৩৫) ও কালিগঞ্জ উপজেলার তেরুলিয়া এলাকার সুরাত আলীর ছেলে মিন্টু (২৫)। আটককৃতদের শুক্রবার (৩১ মার্চ) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, কালিগঞ্জের রতনপুর ইউনিয়নে লাউতলী ও বাইনতলা নামক দু’টি সরকারি খাল রয়েছে। খাল দু’টি কাটুনিয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে সালাহউদ্দিন বাপ্পি (২৬), দড়িসৈয়দআলীপুর গ্রামের আব্দুল বারির ছেলে শহিদুল ইসলাম (৪৭), কাটুনিয়া গ্রামের আবু মুছার ছেলে নাজমুল হোসেন (২২), একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মোমিন আলী (২৮), শ্যামনগর উপজেলার নকিপুর এলাকার মোরশেদ আলীর ছেলে আব্দুর রহমান (৩৫), কালিগঞ্জ উপজেলার তেরুলিয়া এলাকার সুরাত আলীর ছেলে মিন্টু (২৫) ও অজ্ঞাত ঠিকানার মনিরুল ইসলাম (২৭) গায়ের জোরে ভোগদখল করতো। ওই খাল দু’টি গত কয়েক বছর আগে চেয়ারম্যান আলিম আল রাজী টোকন জনসাধারণের সুবিধার্থে উন্মুক্ত করে দেয়। এরপর আসামিরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের জানমালের উপর বড় ধরণের ক্ষতি করার জন্য অসৎ পরিকল্পনা করতে থাকে। ইতিপূর্বে আসামিরা চেয়ারম্যানকে হত্যা করবে বলে পরিষদের কার্যালয়ের মধ্যে সাদা কাফন সহ চিরকুট লিখে যায়। আসামিরা বিভিন্ন সময় পরিষদে এসে তুচ্ছ ঘটনা সৃষ্টি করত: বিশৃঙ্খলা ঘটাতো। সে কারণে চেয়ারম্যান টোকন গত ২৪ মার্চ আসামি বাপ্পি, শহিদুল ইসলাম ও মোমিন আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরি করে (নং-১২১৭)।
সম্প্রতি আসামিরা জানায় লাউতলী ও বাইনতলা খাল দুইটি সাধারণ মানুষের ব্যবহার করতে হলে তাদেরকে মাসিক ১ লক্ষ টাকা হারে চাঁদা প্রদান করতে হবে। চেয়ারম্যান টোকন আসামিদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা চেয়ারম্যানকে হুমকি-ধামকি সহ হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ২১ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে চেয়ারম্যান পরিষদের নিজ কার্যালয়ে অবস্থানকালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে পিস্তল, ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে চেয়ারম্যানের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। 8,572,166 total views, 10,871 views today |
|
|
|