Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়ায় আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রায়ণ-২ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নির্মিত ঘরসমূহের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াস। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার বলেন, কলারোয়া উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৩৭৫ টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২২০ টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির দলিল প্রদান করা হয়েছে।

আগামী ২২ মার্চ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ১১৫ টি পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাকিবুল হাসান। প্রসঙ্গত,আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version