Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় প্রান্তীক কৃষকদের মধ্যে পাট বীজ বিতরণ

কলারোয়া প্রতিনিধি: ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদোনার আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কলারোয়া উপজেলায় ৩০৫০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে ১ কেজি করে উন্নতমানের পাটবীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস কৃষকদের মাঝে বীজ বিতরণ উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি কর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, উপ-সহকারী কৃষিকর্ম কর্তা গণ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version