মার্চ ৩০, ২০২৩
কলারোয়ায় জালিয়াতি করে জমি নামপত্তন করে দেওয়ার অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের বহু অপকর্মের হোতা ভূমি সহকারী নিরঞ্জন রায়ের সহায়তায় আবার চাঞ্চল্যকর জালিয়াতি করে জমি নামপত্তন সংঘটিত হয়েছে। জানা গেছে, উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃঃ ওসমান দালালের পুত্র গোলাম নবী ১৪৭৬/৯৩ নং দলিলে ১৩টি দাগে .৬০ শতাংশ(ষাট শতক) জমি তার চার পুত্রকে কোবলা করে দেয়। কোবলা গ্রহীতা ৪ পুত্র অফিজুল, হাফিজুল, আজিজুল ও ফাইজুল ওয়ারেশ ফাঁকি দিয়ে পিতার আরো জমি রেকর্ড করে নিতে সোনাবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী নিরঞ্জন রায়ের নিকট মোটা অংকের অর্থের বিনিময়ে নামজারির জন্য ভূমি সহকারীর মাধ্যমে পৃথক চারটি আবেদন দাখিল করেন। ইউনিয়ন ভূমি সহকারী মোটা অংকের টাকার বিনিময়ে আবেদনের অনুকুলে বিভিন্ন জাল জালিয়াতি করে ১০৭ শতক জমির রির্পোট দাখিল করেন। নানা অপকৌশল ও জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন ভূমি সহকারী নিরঞ্জন রায় নামজারি কেস নং ২৬৭৭/২০২২-২০২৩: নামজারি কেস নং ২৬৭৮/২০২২-২০২৩: নামজারি কেস নং ৪০৮২/২০২২-২০২৩ ও নামজারি কেস নং ৪০৮৪/২০২২-২০২৩ এর মাধ্যমে এক একর সাত শতক জমি রেকর্ড করে দিয়েছে বলে সুত্র জানায়। .৬০ শতকের কোবলা দলিলে ১ একর ৭ শতক জমি রেকর্ডের বিষয় অন্য ওয়ারেশরা জানতে পেরে বিভিন্ন জায়গায় তারা অভিযোগ দিতে থাকেন এবং এই ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী করেন। জালিয়াতির বিষয়ে ভূমি সহকারী নিরঞ্জন রায় বলেন, কাগজ পত্র না দেখে এ বিষয়ে কিছু বলা সম্ভব না। উপজেলা নির্বাহী কর্মকতা রুলী বিশ^াস বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ভূমি সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য: ইতি পূর্বে এই ভূমি সহকারী নিরঞ্জন রায় ভূয়া ওয়ারেশ সাজিয়ে জালিয়াতি করে সরকারী সম্পত্তি অন্যের নামে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 8,562,809 total views, 1,514 views today |
|
|
|