Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকান্ডে ৩ ভাইয়ের ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মৃত আফিল গাজীর ছেলে ক্ষতিগ্রস্ত জয়নাল হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের বাড়ি অগ্নিকাÐ ক্ষতিগ্রস্ত তিন ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন। তাদের ছেলেমেয়েদের পোশাক পরিচ্ছদ কিনে দেন। তাদের সেনিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির কোন ব্যবস্থা না থাকায় তিনি তাদের ল্যাট্রিন ও পানির ট্যাংকি দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য গত (৯ মার্চ) বৃহস্পতিবার বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকান্ডে ৩ ভাইয়ের ২টি বসত ঘর, ২টি রান্না ঘর ও ১ টি বাথরুম অগ্নিকাÐে পুড়ে ছাই হয়। এতে তাদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version