Site icon suprovatsatkhira.com

সামেক হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।) সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. অজয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, ডা. মোকলেসুর রহমান, ডা. খায়রুল বাশার, ডা. কানিজ ফাতেমা (দিনা) প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রভাষক সালেহা আক্তার, এড. শেখ ফারুক, ডা. রাশিদুজ্জামান প্রমুখ। সভায় অত্র হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কিছু কিছু যন্ত্রাংশের অভাবে মেশিনগুলো পড়ে আছে, এছাড়াও সিটিস্কেইন মেশিনের মনিটরে সফটওয়্যার সমস্যার জন্য রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অত্র হাসপাতালে চারটি অ্যাম্বুলেন্সের দুইজন ড্রাইভার রয়েছে ড্রাইভার সংকট থাকার কারণে স্বেচ্ছাসেবক গাড়ি চালক নিয়ে অ্যাম্বুলেন্স দুটি পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, লিফট অপারেটর সংকটের কারণে অত্র প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক পরিচালনা করার বিষয়ে আলোচনা করা হয়, অপারেশন সামগ্রী এবং ল্যাপরোসকপি/ইনডোসকপি সামগ্রিক ক্রয় এবং দরিদ্র রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা প্রদানের বিষয় আলোচনা করা হয়। আলোচ্যসূচি মধ্যে ছিল গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। পরিচালক মহোদয়ের জন্য গাড়ীর ব্যবস্থা প্রসঙ্গে। এনেসথেসিওলজিস্টের অভাবে জরুরি সার্জারি না করতে পারা প্রসঙ্গে, ডায়ালাইসিস ওয়ার্ডের জন্য নেফ্রেলজিস্ট প্রসঙ্গে, জনবল সংকট প্রসঙ্গে (ওয়ার্ডবয়,আয়া, পরিচ্ছন্নতাকর্মী) সহ মুক্তিযোদ্ধাদের দুই টি কেবিনের পরিবর্তে ৩টি কেবিন করার জন্য প্রস্তাব করা হয়। এসময় সৎকার মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version